নপ্রিয় হলিউড অভিনেত্রী সালমা হায়েক নিয়মিতভাবেই সংবাদ শিরোনাম হয়ে থাকেন।সুন্দর চেহারা আর আকর্ষণীয় ফিগারের অধিকারী মেক্সিকান লেবানিজ নায়িকা মা করেন তাই লুফে নেন বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্ত রা। ২০১৭ সালে তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেটিং প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

সালমা হায়েকের সবচেয়ে আলোচিত কাজ ফ্রিদা মুভিতে মেক্সিকান চিত্রশিল্পী ফরিদা কালোর ভূমিকায় অভিনয় করা হলেও ইন্ডিয়াতে তিনি ডেসপেরাডো মুভি দিয়ে লাখো তরুণের হৃদয় জয় করেছেন। এবার সেই দেশ ডেসপেরাডো মুভিতে জনপ্রিয় নায়ক এন্টনিও ভ্যান্ডারেসের বিপোরীতে বহুল আলোচিত যৌন দৃশ্যে অভিনয় করা নিয়ে মুখ খুলেছেন সালমা হায়েক। সোমবার আনুষ্ঠানিকভাবে প্রিয় সংবাদ সাপ্তাহিক পডকাস্ট আর্মচেয়ার এক্সপার্টে সালমা হায়েক বলেন,ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় আমি জানতাম না তাতে যৌন দৃশ্য রয়েছে। ছবির কাজ শুরু হবার পরেই আমি সেটা জানতে পারি। ছবির পরিচালক রদ্রীগেজ আমার ভাইয়ের মতো আর তার তখনকার স্ত্রী এলিজাবেথ আমার বেস্ট ফ্রেন্ড ছিল। বলা হয়, ওই দৃশ্যের শুটিংয়ের সময় শুধু আমরা চারজনই সেটে থাকবো।
 
স্মৃতিচারণ করে তিনি বলেন,'যখন আমরা শুটিং করতে শুরু করি, তখন আমি কাঁদতে শুরু করি। আমি জানিনা যে আমি এটা করতে পারব কিনা! আমার ভয় করছে!যেসব কারণে ভয় পেয়েছিলাম তার মধ্যে অন্যতম হলো ভ্যান্ডারেস। তিনি ছিলেন নিপাট ভদ্রলোক এবং খুব ভালো এবং আমারা এখনো খুব কাছের বন্ধু। কিন্তু সে খুব ফ্রি ছিল। এটি আমাকে ভয় পাইয়ে দেয় যে তার জন্য এসব করা কোন ব্যাপারই না। আমি কাঁদতে শুরু করেছিলাম এবং তার ভাবখানা ছিল 'ওহ গড'! তোমার কারনে আমার খুব খারাপ লাগছে।এতটাই বিব্রত হয়ে ছিলাম যে আমি কাঁদছিলাম।'

সালমা হায়েক বলতে থাকেন, 'আমি তোয়ালে টা ছাড়তে দিচ্ছিলাম না। জানতাম, তারা আমাকে হাসানোর চেষ্টা করবে। আমি দু মিনিটের জন্য তোয়ালে খুলবো এবং আবার কান্না করে শুরু করব, এমন একটা অবস্থায় দাঁড়িয়ে। যাইহোক, আমরা কাজটা করি। শেষে আমরা ওই মুহূর্তে যা করা সম্ভব তার সেটাই করি করেছি। আসলে আপনি যখন নিজের মধ্য থাকেন না তখন আপনি এটা করতে পারবেন। কিন্তু আমি আমার বাবা এবং ভাইয়ের কথা চিন্তা করছিলাম, তারা কি এটা দেখতে পাবে?


বাবা এবং ভাইকে নিয়ে ছবিটি দেখতে যাবার কথা স্মরণ করে সালমা হায়েক বলেন, তারা ঐ দৃশ্যটির সময় থিয়েটার থেকে বেরিয়ে যায় এবং সেটা শেষ হয়ে গেলে আবার ফিরে আসে।

Post a Comment

নবীনতর পূর্বতন